E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে সব ধরনের পরিবহন ধর্মঘট শনিবার

২০২২ নভেম্বর ১৮ ০০:৩১:১৯
সিলেটে সব ধরনের পরিবহন ধর্মঘট শনিবার

স্টাফ রিপোর্টার : সিলেটে ১৯ নভেম্বর সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ধরনের যান চলাচল করবে না।

এর আগে সিলেট বিভাগের অপর তিন জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার পুরো সিলেট জুড়ে জনতার ঢল নামবে। সরকার মামলা-হামলা করে, পরিবহন ধর্মঘট ডেকে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসব আমরা আর গোনায় ধরছি না। এমন বাধা আমরা ১৪ বছর ধরেই পাচ্ছি। এবার যখন বাধা ডিঙিয়ে রাজপথে নেমে এসেছি তখন সরকারের পতন ছাড়া আর ঘরে ফিরবো না।

তিনি বলেন, এর আগেও দেশের বিভিন্ন স্থানে বিএনপির গণসমাবেশের আগে এভাবেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। কিন্তু মানুষ সে ধর্মঘটকেও ডিঙিয়ে গণসমাবেশে উপস্থিত হয়েছেন। এতে প্রমাণ করে বিএনপির সঙ্গে সাধারণ জনগণ আন্দোলনে শামিল হয়ে সরকারের দুঃশাসনের জবাব দিচ্ছেন।

সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মইনুল ইসলাম বলেন, চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ধর্মঘট চলবে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবিগুলো হচ্ছে- সিলেটের সবকটি কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি প্রদান, সিএনজিচালিত অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন প্রদান, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ এবং হাইওয়েতে টমটম ও নছিমন চলাচল বন্ধ করা।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test