E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর‌লেন ইউপি চেয়ারম‌্যান বেলায়েত ফকির

২০২২ নভেম্বর ১৮ ১৭:৪৭:৩৪
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর‌লেন ইউপি চেয়ারম‌্যান বেলায়েত ফকির

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের ঐতিহ্যবাহী কবর স্থান সংলগ্ন জামে মসজিদের তিনতলা ফাউ‌ন্ডেশ‌নের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কর‌ে‌ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

শুক্রবার সকাল ৯টায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনের ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন প‌রিষ‌দের বারবা‌র নির্বা‌চিত চেয়ারম‌্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মস‌জিদ কমি‌টির সভাপ‌তি ও ইউপি সদস্য রকিবুল আলম খান, সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, কোষাধ‌্যক্ষ জব্বার মীর, মসজিদের দাতা সদস্য আব্দুল খালেক মাতুব্বর, উসমান শেখ। এছাড়াও মোঃ শেখ মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ তছিরউদ্দীন ফাউন্ডেশন, মোঃ শফিকুল ইসলাম, রাজ্জাক বয়াতি, সিদ্দিক মাতুব্বর, ফজলুল হক মোল্লা, মোঃ ইউসুফ শেখ, মোস্তফা শেখ, পল্লী প্রানী চিকিৎসক শফিউদ্দিন শফি, আবুল কালাম শেখ, হারুন মাতুব্বর, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইনামুল হাসান মাসুমসহ এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ‌্য, কয়েক যুগ পূর্বে প্রতিষ্ঠিত কাশিমাবাদ ঐ‌তিহ‌্যবাহী কবরস্থান। কবরস্থান সংলগ্ন কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দ স্থাপিত হয়েছিল ৪ বছর আগে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের ওই আয়োজনে দেশ ও জাতির কল্যাণসহ সমগ্র কবর বাসীর মাগফেরাত কামনা এবং অত্র মসজিদের সার্বিক উন্নয়নের জন্য দোয়া ও বিশেষ মোনাজ‌াত করা হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন উক্ত মস‌জি‌দের ইমাম মাওলানা এনায়েত হোসেন মোল্লা।

(ডিসি/এএস/নভেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test