E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশীয় অস্ত্র নিয়ে হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিএমএইচে ভর্তি

২০২২ নভেম্বর ১৯ ১৭:৪৭:২৫
দেশীয় অস্ত্র নিয়ে হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিএমএইচে ভর্তি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় নামাজ শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল হান্নান। এই ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ তারিখে আছরের নামাজ পড়ে বাহির বের হলে দেশীয় অস্ত্র নিয়ে শাহিন গংরা অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও মো. শাহিন মুন্সীরা সম্পর্কে চাচাতো ভাই। এদের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

এই বিষয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল হান্নানের মেয়ে হামিদা খানম হেনা বলেন, আমাদের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধী ছিল গত ১৫ তারিখে আমার বাবা মসজিদে আসরের নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে বাহিরে আসলে পরে শাহিন (৪৮), আছাদ (৫০), রোমান (২২), সাইদুল (২৮) জাহিদুল (২৬), শাহাদাৎ অরফে সাধু (৬০), রয়েল(৩৫), মোশাররফ (৫৮)।দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার বাবা কে তারা কুপিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমার মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আমরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাই।

এই ঘটনায় এলকাবসীর পক্ষে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলকাবসীর দাবি এই ভাবে যদি দেশীয় অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা চলতে থাকে তাদের আইশৃঙখলার চরম অবনতি হবে। আমরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি জানাই।

এই বিষয়ে অভিযুক্ত মো. শাহিন মুঠোফেন আমাদের কে জানান, জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধী ছিল গত ১৫ তারিখে আসরের নামাজ শেষে আব্দুল হান্নান আমার উপর হামলা চালায়। পরবর্তীতে আমার মামা এই বিষয়ে শালিস করতে আসলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা তাদের উপর কোন হামলা চালাই নি এই অভিযোগ মিথ্যা।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবার পৃথক দুটি মামলা দায়ের করেছেন । আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

(ডিসি/এসপি/নভেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test