E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে কৃষকের মরদেহ উদ্ধার

২০২২ নভেম্বর ১৯ ১৮:৩৯:৪৯
রাজবাড়ীতে কৃষকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী ডাঙ্গিপাড়া গ্রামে নিজ বসতঘরের দরজার সামনে থেকে ইদ্রিস শেখ (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ইদ্রিস খোষবাড়ী ডাঙ্গিপাড়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন রেজা জানান, ছয় দিন আগে ইদ্রিস শেখের স্ত্রী ও মেয়ে তার শশুরবাড়ি রাজবাড়ী শহরে চলে আসে। এই কয়েকদিন ইদ্রিস একাই বাড়িতে ছিলেন। শুক্রবার (১৮ নভেম্বর) এশার নামাজের আগে তিনি বেলগাছি বাজার থেকে একটি পলিথিনের ব্যাগে কিছু কাঁচা বাজার কিনে নিয়ে বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে ঘরের তালা খোলার আগেই দরজার সামনে তিনি পড়ে যান। সকালে পার্শ্ববর্তী বাড়িতে অবস্থানরত তার মা আসমা বেগম তার খোঁজ নিতে গেলে ঘরের দরজার সামনে মরদেহ পরে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এসআই হুমায়ুন রেজা আরও বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, ইদ্রিস আগে দু'টি বিয়ে করেন। সেই স্ত্রীরা চলে যাওয়াতে তিনি অনেকদিন মানসিক অসুস্থ ছিলেন। আবার তিনি নেশাও করতেন। তিনি মারা যাবার সময় মুখ দিয়ে ফেনা বের হয়েছে এবং বমি করেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি নেশা জাতীয় কোন দ্রব্য খেয়ে থাকতে পারেন। এতে পয়জনিংয়ে তার মৃত্যু হতে পারে। অথবা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(এমজি/এসপি/নভেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test