E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিয়োগ পরীক্ষার নম্বর জানার অধিকার আমাদের রয়েছে’

২০২২ নভেম্বর ২১ ১৬:২২:৫৭
‘নিয়োগ পরীক্ষার নম্বর জানার অধিকার আমাদের রয়েছে’

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু হোক একজন থেকেই। নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে প্রবেশ করতেই দেখা গেলো প্লেকার্ড হাতে দাড়িয়ে আছে একজন যুবক। নাম তার ফরহাদ হোসেন (২৯)। বেশকিছু দিন যাবত সকাল থেকে দুপুর ১ টা পযর্ন্ত শহীদ মিনারে দুই (২) দফা দাবি নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তেমনি আজ সোমবার সকাল থেকেই একা প্লেকার্ড হাতে দাড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

এসময় তার সাথে কথা বলে জানা যায়, তিনি ১৬ অক্টোবর থেকে শুরু করে ৩১ অক্টোবর পযর্ন্ত এবং আজ ২১ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর দুপুর পযর্ন্ত তার ও চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবস্থান করবেন।

তিনি আরো বলেন, আমরা টিউশন করে অনেক কষ্টের উপার্জনের টাকা দিয়ে সরকারি চাকুরির জন্য আবেদন করে থাকি৷ এক এক পদের জন্য ৭০০-৮০০ টাকা বা তারও অধিক ফি দিতে হয় । কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় আমরা নিয়োগ পরিক্ষায় কত নম্বর পেলাম তা জানতে পারি না৷ এতো টাকা পরীক্ষার ফ্রি দিয়ে পরীক্ষার নম্বর জানার অধিকার আমাদের অবশ্যই আছে। মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস চাকরি প্রাপ্ত পরিক্ষার্থীদের জানানো হয়। তাহলে পরীক্ষায় কত নম্বর পেয়েছি তা জানানো কেন অসম্ভব?

তিনি তার পরবর্তী পদক্ষেপের কথা জানানোর সময় বলেন, পরবর্তীতে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবো এবং আমি আমার অধিকার আদায়ের জন্য উচ্চ আদালতে মামলা করবো।

আমার দুই দফা দাবি, সেগুলো হলো:- ১. জনবল নিয়োগ পরীক্ষায় (এম সি কিউ, লিখিত) অংশগ্রহনকারী প্রার্থী কত মার্ক পেল তা এস এম এসের মাধ্যমে জানিয়ে দিতে হবে৷ ২. সর্বনিম্ন কত মার্ক পর্যন্ত বাছাই করা হয়েছে তা উল্লেখ থাকতে হবে।

(এস/এসপি/নভেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test