E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে বাস চালককে মারধর

২০১৪ অক্টোবর ১৫ ১৯:১৯:৩৭
চাঁদপুরে বাস চালককে মারধর

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে পদ্মা বাস চালক খোকন চৌকিদারকে মোটার সাইকেলযোগে তুলে নিয়ে মারধর করে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে ৭ ঘণ্টা ধর্মঘট কর্মসূচি পালন করে সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। যদিও শ্রমিকদের ধর্মঘট কর্মসূচি ছিল অনির্দিষ্ট কালের জন্যে।

তবে সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেয় সংগঠনটি। এ কারণে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর থেকে কোনো বাস ছেড়ে যায় নি। এতে দুর্ভোগে পড়ে শ’ শ’ যাত্রী। বিশেষ করে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের যাত্রীদের পড়তে হয় বেশি বিপাকে।

বিষয়টি নিয়ে বাস মালিক সমিতির সাথে দফায় দফায় বৈঠক হয়ে সমঝোতায় পৌঁছে। পরে অবশ্য দুপুর একটা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম জানান, রিয়েল পাটওয়ারী সব সময় বাসস্ট্যান্ড এসে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় এ হামলা চালায় সে। এ সময় মালিক শ্রমিক নেতৃবৃন্দ ঐ চাঁদাবাজকে আটক করতে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দেয়। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার রাতে পদ্মা বাসের চালক খোকন চৌকিদার (ঢাকা মেট্রো ব-১১-১১৬৩) চাঁদপুর বাসস্ট্যান্ডে আসলে রিয়েল পাটওয়ারী নামের এক চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক মোটর সাইকেলযোগে শহরতলীর গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পে নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত ও বেদম প্রহার করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করায়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

এদিকে সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পদ্মা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) হেলাল উদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, চাঁদপুর শ্রমিক ইউনিয়ন সভাপতি ফারুক দেওয়ান প্রমুখ। চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর জানান, ঘটনার পর থেকেই রিয়েল পাটওয়ারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

(এমজে/এটিআর/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test