E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনুমতি ছাড়াই আমেরিকা পাড়ি জমালেন ইউসুফদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

২০২২ নভেম্বর ২৪ ১৮:৪১:১৯
অনুমতি ছাড়াই আমেরিকা পাড়ি জমালেন ইউসুফদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

দিলীপ চন্দ, ফরিদপুর : উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সূদুর  আমেরিকায় পাড়ি জমালেন ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বানু। তিনি গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত শহিদ এর স্ত্রী।

গত মঙ্গলবার (২২ নভেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, আফরোজা বানু প্রায় দেড় মাস আগে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি ছুটির দরখাস্ত করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটি মঞ্জুর হয়। কিন্তু তিনি বহির্গমণের বিষয়ে কোনো অনুমতি নেন নাই।

পরবর্তীতে অনুমতির তোয়াক্কা না করেই অক্টোবর মাসের শেষের দিকে আমেরিকায় পাড়ি জমান তিনি। বিষয়টি নিশ্চিত করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম। বর্তমানে তিনি ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সালথা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আফরোজা বানু ০৯ ফ্রেব্রুয়ারি ২০০৩ সালে সহকারী শিক্ষিকা হিসাবে চাকুরীতে যোগদান করেন। সর্বশেষ ১৪ মার্চ, ২০১৯ তারিখে প্রধান শিক্ষিকা হিসাবে ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন।

সালথা উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন বলেন, আমি বিশ্বস্থ সূত্রে জানতে পারি যে, তিনি ছুটিকালীন সময়ে বিদেশ গমনে গিয়েছেন। খবর পেয়ে এটিও বজলুর রহমানকে উক্ত বিদ্যালয়ে পাঠাই। সে দুই চার জন শিক্ষকের কাছে শোনেন। শিক্ষকরা জানায় যে হ্যাঁ তিনি বিদেশে ভ্রমনে গিয়েছেন। বর্তমানে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ডিসি/এসপি/নভেম্বর ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test