E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

২০২২ নভেম্বর ২৫ ১৪:৫৬:৪১
জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'সবার সাথে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন বন্ধ করি' প্রতিপাদ্যে অনুষ্ঠিত ওই মানববন্ধনে জাতীয় সংসদ ও সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হয়েছে।

জামালপুরে নারী উন্নয়ন সংঘ ও ইউএনএফপিএ'র সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, জেন্ডার প্রকল্পের ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্ত্তী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সদস্য তারিকুল ফেরদৌস, নারীনেত্রী মহসিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে উন্নয়ন সংঘ, ব্র্যাক, তরঙ্গ মহিলা সংস্থা, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, নারীপক্ষসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার দুই শতাধীক প্রতিনিধি অংশ নেন।

আলোচনার শুরুতেই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সামনে রেখে জাতীয় সংসদ ও সরকারের কাছে বিভিন্ন দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালে ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।

(আরআর/এএস/নভেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test