E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জঙ্গীবাদ বিরোধী দিবস পালিত

২০২২ নভেম্বর ২৫ ১৪:৫৯:১৪
জামালপুরে জঙ্গীবাদ বিরোধী দিবস পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে 'বাংলাদেশ রুখে দাঁড়াও জঙ্গীবাদ' এ শ্লোগানে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বরে এ জঙ্গীবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাস্থায়ী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সদস্য আরজু আহম্মেদ, সংস্কৃতিকর্মী তারিকুল ফেরদৌস, নারীনেত্রী শামীমা খান, মহসিনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, রক্তার্জিত বাংলাদেশের স্বাধীনতা এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও সম্প্রীতিকে বিনষ্ট করার স্বার্থে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গীবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

এক্ষেত্রে, সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এছাড়া জনসচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকল শ্রেণি, পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

(আরআর/এএস/নভেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test