E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৫০ কচ্ছপ উদ্ধার

২০২২ নভেম্বর ২৬ ১৩:৩৫:০৪
কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৫০ কচ্ছপ উদ্ধার

স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০টি কচ্ছপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় কলাপাড়া বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে কচ্ছপগুলোকে উদ্ধার করে তারা। তবে এসময় কচ্ছপের মালিককে পাওয়া যায়নি।

উদ্ধারের সময় সংগঠনের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি, সদস্য রফিকুল ইসলাম।

অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের কলাপাড়া টিমের টিম লিডার রাকায়েত বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে পরিবহনে তল্লাশি চালিয়ে সুদ্ধি প্রজাতির কচ্ছপগুলো উদ্ধার করি।পরে কচ্ছপগুলোকে আমরা পটুয়াখালীর বিভাগীয় বন বিভাগের নিজস্ব পুকুরে নিয়ে অবমুক্ত করেছি।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের দেশে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য আইন তৈরি করা হয়েছে। সেই আইন অনুযায়ী কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test