E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঘাবাড়ি নৌ-বন্দরে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু 

২০২২ নভেম্বর ২৭ ১৬:১০:৩৯
বাঘাবাড়ি নৌ-বন্দরে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু 

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য নৌ-বন্দরের সাথে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দরেও শুরু হয়েছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন। ১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা এই কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর বাঘাবাড়ির ঘাটের মাধ্যমে জ্বালানি তেলসহ সকল পন্য পরিবহন। আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পালন।

নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি আহ্বান করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে কর্মবিরতির ফলে অচল হয়ে পড়েছে বাঘাবাড়ি ঘাট নৌ-বন্দর। এই নদীবন্দরের মাধ্যমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেলসহ নানা পন্য সরবরাহ করা হয়। শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহে সংকট সৃষ্টি হবে।

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test