E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বৈকারী সীমান্তে বিএসএফ’র গুলিতে রাখালের মৃত্যু

২০১৪ অক্টোবর ১৬ ১০:২৯:০৯
বৈকারী সীমান্তে বিএসএফ’র গুলিতে রাখালের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের নাপতিঘাটা জিরো পয়েন্ট থেকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।

জানা যায়, নিহত রাখালের নাম আইয়ুব হোসেন (৩৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের সমছের আলীর ছেলে।

নিহতের ভাই কালু গাজী জানান, বুধবার সন্ধ্যায় আইয়ুব হোসেনসহ পাঁচজন ভারতে গরু আনতে যায়। ফেরার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার শোনপুল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে আইয়ুব মারাত্মক জখম হলে বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের নাপতিঘাটা জিরো পয়েন্টে এনে ফেলে রেখে যায়। আইয়ুবের সহযোগীরা তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বৈকারী বিজিবি ক্যাম্পে সোপর্দ করে।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের বৈকারী ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল গণি জানান, আইয়ুব হোসেনের নাকে লাগা গুলি কান দিয়ে বের হয়ে গেছে। ফলে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(আরকে/এনডি/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test