E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

২০২২ নভেম্বর ২৮ ১৯:০৭:২৭
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু। তবে সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন, ২নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩নম্বর ওয়ার্ডে মো.সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো.জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে এইচ এম শওকত রেজা চৌধুরী আরমান, ৬নম্বর ওয়ার্ডে মনজুরুল ইসলাম চৌধুরী মোহন ৭নম্বর ওয়ার্ডে মো.মনিরুজ্জামান মনির, ৮নম্বর ওয়ার্ডে মো.আতিক উল্যাহ সুজন। সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান, ২ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আরা বেগম।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন ।

এ কারণে আজ শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হন। এছাড়া ১নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন সাধারণ সদস্য পদে বিনা প্রতিন্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test