E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আজ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে’

২০২২ নভেম্বর ৩০ ১৯:১২:৩৭
‘আজ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে’

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আজ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনটি বলে বলেন প্রিয় নেতা কর্মীরা আজ আমাকে যে অভ্যর্থনা বা গন সংবর্ধনা জানিয়েছেন আমি কৃতজ্ঞ। আপনাদের দোয়ায় আমার মা উন্নয়নের জোয়ার যেভাবে অগ্রগতি রেখেছেন আপনাদেরকে নিয়ে আমি উন্নয়ন অব্যাহত রাখবো। সকলকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই নগরকান্দায় আরো শক্তিশালী সংগঠন গড়ে তুলবো। আমার মা যেমন দলমত নির্বিশেষে সকলকে সমান চোখে দেখেছেন। আমিও তেমন সকলকে সমান চোখে দেখবো, প্রিয় চোখে দেখবো।

এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এ এলাকা নয় সারা বাংলাদেশে ক্ষমতায় আসবে।

এ সময় চরযশোরদী ইউনিয়নের আ'লীগের কর্মী মোঃ সোহেল মোল্লা উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আজ যাকে আমরা সংবর্ধনা দিয়েছি আমার প্রাণ প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই নগরকান্দায় শাহদাব আকবর লাবু চৌধুরীর বিকল্প কিছুই নেই তাই তাকে বারবার দরকার।

বুধবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমী বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে বিভিন্ন ইউনিয়নের, পৌরসভার হাজারো আ'লীগের কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গণ সংবর্ধনা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোবহান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, শহিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন লিলু, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, ফুলসূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, ডাংগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আবুল কালাম, রাম নগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির,জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান শরীফ, জেলা পরিষদের মহিলা সদস্য আনজুমান আরা,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/নভেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test