E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

২০১৪ অক্টোবর ১৬ ১৩:৩৫:৫৩
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরপ্রতিনিধি : পারিবারিক কৃষি : প্রকৃতির সুরক্ষা ও সবার জন্য খাদ্য প্রতিপাদ্য নিয়ে শেরপুরে বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন খামারবাড়ীর উপ-পরিচালক ড. আব্দুস সালাম। এ সময় অন্যান্যের মধ্যে কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ফজলুল করিম সানী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা আকন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, খাদ্য কর্মকর্তা ফারুক পাটোয়ারী, বিআরডিবি কর্মকর্তা ভবেষ রঞ্জন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কেবল ভাত খেলেই হবে না। ভাতের পাশাপাশি শাকসব্জী, ফলমূল এবং ডাল-তেল জাতীয় খাবারসহ পুষ্টিমানসমৃদ্ধ সুষম খাবার খেতে হবে। তবেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ধানের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদনের দিকেও নজর দিতে হবে। পারিবারিক কৃষির ওপর জোর বাড়াতে হবে। একই সাথে ফসল উৎপাদনে কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহারের ওপর জোর দিতে হবে। এজন্য সরকার প্রত্যেকটি বাড়ীকে একেকটি কৃষিখামার হিসেবে গড়ে তুলতে একটি বাড়ী, একটি খামার প্রকল্প গ্রহণ করেছে।

আলোচনা সভায় কৃষি বিভাগের ৫২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ জেলার বিভিন্ন বিভাগের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

(এইচবি/এনডি/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test