E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

২০১৪ অক্টোবর ১৬ ১৩:৫৭:১৫
গোপালগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সরকারী বঙ্গবন্ধু কলেজ চত্বর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বিবদমান দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়ে। পরে খণ্ড খণ্ডভাবে এ সংঘর্ষ হয়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব-কোন্দল চলে আসছিল।

সম্প্রতি গোপালগঞ্জ সদর, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এ কোন্দল আরো চরমে ওঠে। কিছুদিন ধরে দুই গ্রুপই শহরে মিছিল ও সমাবেশ করে শো-ডাউন করে।

বৃহস্পতিবার আলাদা আলাদাভাবে দুই গ্রুপ শহরে মিছিল বের করে। স্থানীয় প্রেসক্লাবের সামনে দুই রাস্তা দিয়ে দুটি মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং সংঘর্ষ বাঁধে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ তিনজনকে সদর হাসপাতালে এবং বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্যা জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমএইচএম/এনডি/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test