E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাম্পার ফলনে খৃশি কৃষকরা

কলাপাড়ায় আমনের ক্ষেত পরিদর্শন করে ধান কাটলেন কৃষি সচিব

২০২২ ডিসেম্বর ০২ ১৬:২২:৪১
কলাপাড়ায় আমনের ক্ষেত পরিদর্শন করে ধান কাটলেন কৃষি সচিব

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উফসী আগাম জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফষলের নিবিড়তা বৃদ্ধিকরণ মীষক ফষল কর্তণ, কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ ধান গবেষণা ইসষ্টিটিউটের আয়োজনে ও পটুয়াখালী কৃষি সম্পসারণ অধিদপ্তরের সহযোগীতায় পাখিমারা সরকারি প্রাখমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফষল কর্তণ ও কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন কৃষি মন্ত্রনালয়ের কৃষি সচিব কৃষিবিদ মো. সায়েদুযল ইসলাম।

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক।

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন, ড. বিমল চন্দ্র কুন্ডু, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদী, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী বিএফডিসি’র নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসাইন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া, কৃষক জিএম মাহবুবুর রহমান, মঞ্জুরুল আলম প্রমূখ।

সভা শেষে প্রধান অতিথি কৃষকদের মধ্যে উন্নত জাতের ধানের বীজ ও ক্ষেতে পোকা নিধনের হ্যান্ড নেট জাল বিতরণ করেন। এরআগে প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের কৃষি সচিব কৃষিবিদ মো. সায়েদুযল ইসলাম ক্ষেতে পাকা বিআর ১১, বিআর ২৩, ব্রি ৫১ ও ২৬ ধান ক্ষেত পরিদর্শণ করেন এবং কর্তণ করেন। এ জাতের ফষল চাষাবাদে কলাপাড়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে বলে প্রধান অতিথি বলেন।

(এমকে/এসপি/ডিসেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test