E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

কেশবপুরে আ.লীগের অভ্যন্তরীণ গ্রুপিং চরমে, পাল্টাপাল্টি কমিটি গঠন

২০২২ ডিসেম্বর ০২ ১৬:৩৭:৫৯
কেশবপুরে আ.লীগের অভ্যন্তরীণ গ্রুপিং চরমে, পাল্টাপাল্টি কমিটি গঠন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : জাতীয় সংসদ নির্বাচন আসলেই কেশবপুর উপজেলা আওয়ামী লীগের ভিতরে দলীয় ক্রন্দল, গ্রুপিং বেড়ে যায়। মত বিরোধের কারণে স্থানীয় নেতা জনপ্রতিনিধি হতে পারে না। আধুনিক কেশবপুরের রুপকার সাবেক সফল শিক্ষামন্ত্রী এ,এস, এইচকে সাদেকের মৃত্যুর পর থেকে এমন সংকটের ভিতর দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। জাতীয় নির্বাচন আসলেই স্থানীয় নেতাদের মতের অমিলের কারণে কেশবপুরের বাইরের কাউকে জনপ্রতিনিধি করতে হয়। 

ইতিমধ্যে ৯০ যশোর ০৬ (কেশবপুর) আসন থেকে বাইরের নেতাকে ২ বার জনপ্রতিনিধি নির্বাচিত করেছে দলটি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রীতিমত গ্রুপিং এ বিভক্ত এখানকার আ'লীগ। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর বর্তমানে এই আসন থেকে উপ-নির্বাচনে জয় লাভ করে সংসদে প্রতিনিধিত্ব করছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ইতিমধ্যে নানা বিরোধের জের ধরে ২ টি বড় গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আওয়ামী লীগ। একটি গ্রুপে উপজেলা আ'লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি পিটু, শেখর রঞ্জন পৌর আ'লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, মানব সম্পদ সম্পাদক মহিবুল রশীদ সহ অনেকে।

অন্যদিকে অপর গ্রুপে আছে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ইবাদত সিদ্দিকি বিপুল, সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, ছাত্রলীগে সাবেক আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। উপজেলা ছাড়াও পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা এই দুটি গ্রুপে বিভক্ত। তবে গ্রুপিং রাজনীতি চর্চার কারণে দিশেহারা আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সমর্থকরা।

সম্প্রতি একটি ইউনিয়নে আ'লীগের পাল্টাপাল্টি ওয়ার্ড কমিটি গঠন করার পর দলটির অভ্যন্তরীণ ক্রন্দল, গ্রুপিং দৃশ্যমান হয়। যেহেতু সামনে আ'লীগের জাতীয় কাউন্সিল। সেই কারণে তৃণমূল গঠনের কার্যক্রম শুরু করেছে দলটি। তারই ধারাবাহিকতায় উপজেলা আ'লীগ প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন শুরু করে। সভাপতি, সম্পাদক একত্রে ত্রিমোহিনী, বিদ্যানন্দকাটি, সাতবাড়িয়া ও হাসানপুর এই ৪ টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করে। এরপর সভাপতি আর সাধারণ সম্পাদকে এক সাথে কোনো ইউনিয়নে কমিটি গঠন করতে দেখা যায় না। সভাপতি সাগরদাঁড়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে কমিটি গঠন শেষ করে মজিদপুর ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন শুরু করে। এর ভিতরে সম্পাদক সাগরদাঁড়ী ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করে। মূলত এই পাল্টাপাল্টি কমিটি গঠন করাকে কেন্দ্র করে ওই এলাকায় একটি স্থবির অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।

উল্লেখ্য, ওই ইউনিয়নের কমিটি সদ্য বিগত ইউপি নির্বাচনের সময় নৌকা প্রতিকের প্রার্থীকে বিরোধীতা করার জের ধরে ৩ রা জানুয়ারি ২২, ইউনিয়ন ও এর অন্তর্গত সকল ওয়ার্ডের কমিটি একক স্বাক্ষরে বিলুপ্তি ঘোষণা করে এস এম রুহুল আমীন এবং কয়েক দিনের ভিতরে ১৬ই জানুয়ারি ২২, ওই ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম সরদারকে আহ্বায়ক ও অলিয়ার রহমানসহ ৪ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৬০ দিনের জন্য মোট ১৫ সদস্য বিশিষ্ট একক স্বাক্ষরে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। তবে কোনো কমিটি বিলুপ্ত করা বা নতুন করে গঠন করার ক্ষেত্রে আ'লীগের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কমিটির অনুমতি লাগে বলে জানিয়েছে অনেকে।

এদিকে পাল্লাপাল্টি কমিটি গঠনের অনুষ্ঠানে ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য প্রদানকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও পৌর আ'লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটোর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কাজী রফিক কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

চলমান দলীয় ক্রন্দল, গ্রুপিং, রাজনৈতিক সংকট নিয়ে জানতে চাইলে উপজেলা আ'লীগের সভাপতি এস এম রুহুল আমীন বাংলা ৭১ কে জানান, সেক্রেটারি যে কমিটি দিচ্ছে সেটা অবৈধ। অনিয়মতান্ত্রিক ভাবে গঠনতন্ত্র পরিপন্থি কার্যকালাপের সাথে জড়িত থাকার কারণে এর আগেও তাকে কয়েকবার বহিস্কার করা হয়েছে।

এদিকে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, সভাপতি একনায়কতন্ত্র ভাবে অনিয়ম করে কমিটি দিচ্ছিলো। সে কারণে তৃণমূলের আ'লীগকে বাঁচাতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে গঠনতন্ত্র মেনে ওয়ার্ড কমিটি করছি। কেশবপুরে চলমান রাজনৈতিক সংকট দ্রুত কেটে যাবে।

(এসএ/এসপি/ডিসেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test