E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন

২০২২ ডিসেম্বর ০২ ১৭:৫৬:৪৬
কাপ্তাইয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা জোন এবং কাপ্তাই ৫৬ ব্যাটালিয়নের কাপ্তাই জোনের আয়োজনে পৃথক পৃথক ভাবে বণার্ঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কাপ্তাই উচ্চ বিদ্যালয় চত্বরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নূর উল্লাহ জুয়েল শান্তির দূত পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন। এরপর কাপ্তাই বসবাসরত ম্রো, ত্রিপুরা, মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, খুমিসহ ১১টি সম্প্রদায় নিজেদের ঐতিহ্য পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন।এদিকে দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে কাপ্তাই উপজেলা সদর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালিটী কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গাছড়া জুম রেস্তোরায় এসে শেষ হয়।

র‍্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরার সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে ওয়াগ্গা রামছড়ি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এইসময় ৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির আহমেদ , ভারপ্রাপ্ত কাপ্তাই জোন কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফীন। রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী,কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক আল আমিন।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে এবং পার্বত্য অঞ্চল জীবনযাত্রার মান উন্নতি ঘটেছে।

(আরএম/এসপি/ডিসেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test