E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় সম্পত্তির লোভে ঘুমন্ত ভাইকে হত্যা চেষ্টা, বড় ভাই আটক

২০২২ ডিসেম্বর ০২ ২২:৪৯:০৭
নগরকান্দায় সম্পত্তির লোভে ঘুমন্ত ভাইকে হত্যা চেষ্টা, বড় ভাই আটক




নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : নগরকান্দা উপজেলায় লস্কারদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে ১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় সম্পত্তির লোভে ঘুমন্ত অবস্থায় মেজভাই আলামিন (৫৫) কে পিটিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় অন্য তিন ভাই বড়ভাই কাওছার মোল্লা (৬০), সেজ ভাই আসাদ মোল্লা (৫২), ছোটভাই লালন মোল্লা (৫০)।

গোড়াইল গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার চারজন ছেলের মধ্যে গ্রামের বাড়িতে থাকেন তার বড়ছেলে কাওছার মোল্লা ও মেজ ছেলে আলামিন মোল্লা ও সত্তার মোল্লার স্ত্রী বৃদ্ধা ছালেহা বেগম। ভাইদের মধ্যে এখনো বিয়ের পিড়িতে বসেনি আলামিন মোল্লা। বোনদের বিয়ে দেওয়ার পর ভাইদের মধ্যে সবাইর আলাদা সংসার। ছোট দুই ভাই ঢাকায় বসবাস করেন বড় ভাই ঢাকায় গার্মেন্টস চাকরি থেকে গ্রামের বাড়িতে থাকেন। আলামিন মোল্লার বিয়ের বয়স পেরিয়ে গেলেও তিনি তার মা ছালেহা বেগমকে নিয়ে বাড়িতে গরুর খামার করে নিজে না খেয়ে পরিশ্রম করে দুধ বেচে কিছু সম্পদের মালিক হন। থাকতেন গরুর ঘরের পাশের জরাজীর্ণ ঘরে থেকে নিতেন খামারের গরুর খেয়াল। বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা করে তার ভাইয়েরা নিলেও তার সম্পদের উপর লোভ পড়ে তিন ভাইয়ের। চলে ষড়যন্ত্র ভাইকে হত্যার তাই পরিকল্পা করে ঘটনার রাতে বড়ভাই কাওছার মোল্লা ঢাকায় থাকা সেজ ভাই ও ছোট ভাইকে ফোন করে রাতেই বাড়িতে নিয়ে আসে এবং পরিকল্পনা অনুযায়ী ঐ রাতেই দুইটার দিকে আলামিনের শোয়ার ঘরের মধ্যে প্রবেশ করে তিনভাই।পুর্বে থেকে মারার জন্য লাঠি, স্টীলের পাইপ, ধারালো অস্ত্র রেডি ছিলো তাদের কাছে বলেন বড় ভাই কাওছার মোল্লা।

কাওছার মোল্লা বলেন জমিজমা নিয়ে বিরোধ মায়ের কথা শুনে তাই পরিকল্পনা করে রাতের মধ্যে ঢাকা থেকে সেজভাই, ছোটভাই কে খবর দিয়ে এনে রাতে আলামিনের ঘরে যাই এবং ঘুমন্ত অবস্থায় তার কম্বল দিয়ে চেপে ধরে পাইপ ও গাছের লাঠি দিয়ে পিটাইতে থাকি, গলা চেপে ধরি মনে করে ছিলাম আলামিন মারা গেছে।ঘটনা ঘটিয়ে ঢাকা থেকে আসা দুই ভাই রাতেই পালিয়ে ঢাকায় পালিয়ে গেলে বড় ভাই বাড়িতে থাকে। সকালে আলামিনের মা আলামিনের এই অবস্থা দেখে চিৎকার দিলে আশেপাশে লোকজন ছুটে আসে। আলামিন কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলামিনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে তার নিকট আত্মীয়রা জানান। আলামিনের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে ছুটে আসে শত শত মানুষ।

খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের নেতৃত্বে এস আই আকবর ঘটনা স্থলে গিয়ে আলামিনের মারার বিষয় তদন্ত করেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় আলামিনের বড় ভাই কাওছার মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসেন।আলামিনের মা ছালেহা বেগম বলেন সব কিছুই আমার বড় ছেলে কাওছার করাইছে ওর শাস্তি চাই বলে কেঁদে ফেলেন।গ্রামবাসী অনেকেই বলেন আলামিন খুবই ভালো মানুষ এখনো বিয়ে করে নাই গরুপালে দুধ বেচে এছাড়া তার যা কিছুই আছে এসব কিছুর মালিক হবেন এই ভাইয়েরা।ভাইকে কেন হত্যার চেষ্টা করলো তা আমরা বলতে পারছিনা। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।

(পিবি/এএস/ডিসেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test