E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ, আতংকে ৩২ পরিবার

২০২২ ডিসেম্বর ০৬ ১৩:৫৮:৫২
সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ, আতংকে ৩২ পরিবার

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে কেনা জমি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে, জায়গা দখল করতে গেলে ভুক্তভোগী  ৯৯৯ কল দিলে চরজব্বর থানা পুলিশ জবরদখলের চেষ্টাকারি মধ্যম ব্যাগা গ্রামের ইসমাইলের পুত্র ইউছুপ (২৭) কে  গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার একাধিক নারী পুরুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ইসমাইলের বিরুদ্ধে। মধ্যম ব্যাগা গ্রামের জবর দখলকারী ইসমাঈল প্রভাবশালী হওয়ায় আতঙ্কে আছে ৩২টি পরিবার।

ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম ব্যাগা গ্রামের কামালের বাড়ির পাশে।

খুরিদ সূত্রে জায়গার মালিক মধ্যম বাগ্যা গ্রামের মৃত আলী আহমদের পুত্র ভুক্তভোগী কামাল উদ্দিন (৪৮) বলেন, সরকার থেকে বন্দোবস্ত নিয়ে ২৫ বছর ধরে মধ্যম বাগ্যা গ্রামের ১ নং ঘিদীর ৩২ পরিবার বসবাস করে যাচ্ছে। ঘিদির পাশেই সকলের মালিকীয় সাড়ে ৮শতাংশ জায়গার ওপর একটি পুকুর ছিলো ঐ পুকুরটি কোন কাজে না আসায় ৩২ পরিবারের সকলে ঐ পুকুরটি বিক্রি করার প্রস্তাব দেয় এতে জবরদলকারি টের পেয়ে নামমাত্র মূল্যে ৩২ পরিবারকে পুকুরটি দিয়ে দেয়ার চাপ সৃস্টি করে, নায্য মূল্যে দাম না পেলে জায়গাটি ইসমাইলকে দিতে অস্বিকৃতি জানায় পরিবার গুলো । পরে সকলের সিদ্ধান্ত মোতাবেক কামালের কাছে জায়গাটি বিক্রি করে। পরে কামাল বসতঘর তৈরী করার জন্য সে জায়গায় বালি দিয়ে ভরাট করে ব্যবহারের উপযোগী করে তুলে।

০৪ ডিসেম্বর (রবিবার) অভিযুক্ত ইসমাইল তার পুত্র আবুল কাশেম ওরপে ইউছুপসহ তাদের সাংঙ্গপাঙ্গ নিয়ে ইসমাইলের নিজের চলাচলে রাস্তা বন্ধ করে কামালের খরিদকৃত জমিতে রাস্তা তৈরী করে পুরো জায়গা দখলের চেষ্টা করে এতে ৩২ পরিবার তাকে বাঁধা দেয় বাঁধা না মানলে ভুক্তভোগীগণ ৯৯৯ ফোন করে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইসমাইলের পুত্রকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে একাধিক নারী পুরুষকে আসামি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী নারীরা বলেন, আমাদের সাড়ে ৮ শতাংশ জায়গা আমরা কামালের কাছে বিক্রি করেছি, কিন্তু ঈসমাইল ও তার লোকজন নিয়ে জোর পূর্বক দখল করতে চায়, আমাদেরকে অকত্য ভাষায় গালমন্দ করে এবং সে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, সে এলাকায় এসব অপকর্ম করে যাচ্ছে।

অভিযুক্ত ইমসাইলের ভাই বলেন, ইমলাইল আমার ছোট ভাই সে কামালের জমিটা জোর পূর্বক জবর দখল করে নিতে চায়, আমি ভাই হিসেবে নিষেধ করেছি সে শুনেনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল বলেন, আমি জায়গাটি বন্দোবস্ত নিয়েছি, এখানে আমি বাড়ী করবো। কিন্তু তিনি কোন কাগজ পত্র দেখাতে পারেনি।

এ বিষয়ে চরজব্বর থানার এসআই নুর হোসেন জায়গা দখল চেষ্টার কথা স্বিকার করে বলেন, ৯৯৯ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে জবরদখলকারি ইসমাইলের ছেলে ইউছুপকে খন্তি হাতে পেয়ে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আইইউএস/এএস/ডিসেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test