E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাদারীপুরে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ

২০২২ ডিসেম্বর ০৬ ১৭:৫১:১৮
মাদারীপুরে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাবেশ মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় চত্বরে মাদারীপুর সদর উপজেলা সমাবেশ- ২০২২ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন আনসার ব্যাটালিয়ন মাদারীপুরের ব্যাটালিয়ন অধিনায়ক আফজাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদারীপুরের সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতিদায়িত্ব) মুহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, আনসার ও ভিডিপি মাদারীপুরের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. শামসুজ্জামান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আহসানুর রহমান, শিবচরের উপজেলা প্রশিক্ষক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ। সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে কঠোর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ ৬টি বাই-সাইকেল, ১০ টি ছাতাসহ ৫০টি পুরস্কার দেয়া হয়।

(এএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৬ ফেব্রুয়ারি ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test