E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন

২০১৪ অক্টোবর ১৬ ১৮:০৮:৪২
সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : অবিলম্বে সরকারি উদ্যোগে খাদ্য অধিকার আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে। চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসমূহকে পর্যালোচনা করে অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গির আলোকে পূণর্বিন্যাস করে প্রস্তাবিত আইনের অধীনে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।

খাদ্যের অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট অন্যান্য নীতি ও আইনসমূহের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আইন প্রনয়নে সুপারিশ প্রদানের জন্য জনপ্রতিনিধি, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠণের নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠণ করতে হবে। খাদ্য মূল্য অতি দরিদ্রদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দেশব্যাপি ভেজাল ও রাসায়নিক বিষমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে।
বিশ্ব খাদ্য দিবস১৪ উপলক্ষে আয়োজিত এক মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী মরিয়ম মান্নান, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর ছিদ্দিকী, আশ্রয় পরিচালক সরদার গিয়াসউদ্দিন প্রমুখ।


(আরকে/এসসি/অক্টোবর১৬,২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test