E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

২০২২ ডিসেম্বর ০৮ ২০:১০:৫৪
পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

নবী নেওয়াজ, পাবনা : বাস্তবায়নাধীন 'শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের' আওতায় ৮ ডিসেম্বর বৃহস্পতিবার পাবনা সদরের টেবুনিয়া মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ২টি পরিবহনকে মোট ৪ হাজার  টাকা জরিমানা  করা হয় এবং জব্দকৃত হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়েছে।

এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহন ও দর্শনীয় স্থানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক নাজমুল হোসাইন।

এসময় জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান।

(এনএন/এএস/ডিসেম্বর ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test