E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জ মুক্ত দিবসে ৯ কিলোমিটার পদযাত্রা 

২০২২ ডিসেম্বর ০৯ ১৬:১৭:৪৪
ঈশ্বরগঞ্জ মুক্ত দিবসে ৯ কিলোমিটার পদযাত্রা 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ৯ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে শুক্রবার সকালে ৯ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জকে মুক্ত করার লক্ষে থানা এলাকায় যুদ্ধে ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের স্মরণে ঈশ্বরগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উক্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৭টায় উপজেলার উচাখিলা এলাকায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাব আলী পদযাত্রাকারীদের হাতে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা তুলে দেন। ৯ কিলোমিটার যাত্রা শেষে পদযাত্রাকারীরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের হাতে পতাকা হস্তান্তর করেন। পতাকা হস্তান্তর শেষে র‌্যালিসহকারে থানা চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

(এন/এসপি/ডিসেম্বর ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test