E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

২০২২ ডিসেম্বর ০৯ ১৮:৫৮:৪৯
লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

শিমুল সাহা, লক্ষ্মীপুর : সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জন নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন আহাম্মদ কবির, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সফলতা, সফল জননী নারী, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে সদর উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test