E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেক জিয়াকে দেশে ফিরিযে এনে ১০ বছরের সাজা কার্যকর করার দাবি

২০২২ ডিসেম্বর ১০ ১৪:৪৬:০৭
তারেক জিয়াকে দেশে ফিরিযে এনে ১০ বছরের সাজা কার্যকর করার দাবি

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : 'একটি দল কতটা দেউলিয়া হলে সাংবাদিক সম্মেলন করে বলার চেষ্টা করে ১০ ডিসেম্বরের পর জিয়াউর রহমানের কুলাঙ্গার সন্তান তারেক জিয়া বাংলাদেশে আসবে। আমরা চাই তারেক জিয়াকে বিদেশ থেকে ফিরিয়ে এনে তার যে ১০ বছরের সাজা হয়েছে, সেটা বাংলার মাটিতে কার্যকর করা হোক।'

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে সদর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।

সকাল ১১টা থেকে স্থানীয় চৌরঙ্গী মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করে। দুপুর ১২টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বক্তব্য রাখেন। সভাপতির বক্তৃতায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান বলেন, স্বাধীনতা বিরোধী চক্রের অংশীদারদের এটা সহ্য হচ্ছে না দেশের মানুষ সুখে শান্তিতে থাকুক। দেশে বিশৃঙ্খলা তৈরি করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র দেখানোর জন্য সারা পৃথিবীতে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে।

(ওআরকে/এএস/ডিসেম্বর ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test