E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার

২০২২ ডিসেম্বর ১২ ১৭:৪৩:৩৪
কাপ্তাইয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার

রিপন মারমা, রাঙামাটি : প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি কাপ্তাইয়ের ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে সেমিনার অনুষ্ঠিত হয়। 

কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন।

সেমিনারে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের ভূমিকা,জনগনের করণীয় বিষয়ে আলোকপাত করেন।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশযে গতিতে বিশ্বে প্রযুক্তির বিকাশ ঘটেছে, তা সত্যিই অভাবনীয় সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ ইশতিয়াক আহমেদ, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন।

এইসময় আরোও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, গণমাধ্যম কর্মী ঝুলন দত্ত, রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বিশু তংঞ্চঙ্গ্যায়।

এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে আইসিটি মন্ত্রনালয়ের অনুষ্ঠানমালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী হতে উপভোগ করেন সেমিনারে আগত অতিথিরা। তাছাড়া দিবসটি উপলক্ষে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test