E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে সাড়ে ৮'শ কৃষক পেলেন প্রণোদনা উপকরণ

২০২২ ডিসেম্বর ১৫ ১৬:৩৯:৩৫
কাপ্তাইয়ে সাড়ে ৮'শ কৃষক পেলেন প্রণোদনা উপকরণ

রিপন মারমা, রাঙামাটি : রবি মৌসুমে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে সাড়ে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল কৃষি উপকরণ। 

আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রণোদনা কৃষি উপকরণ বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা আল মাহমুদ ফারুক এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী।

বক্তারা বলেন, ‘দরিদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরকারি সহায়তা চলমান আছে। প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী এক ইঞ্চি পরিমান জমিও খালি রাখা যাবে না। আমাদের উপজেলার বেশিরভাগ ধান চাষ হয় জমিতে। এসব জমিতে ফলনও ভালো হয়। আপনারা অবশ্যই সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে এগিয়ে আসবেন।’

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রতিজন কৃষককে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৮শত ৫০ জন কৃষক'দের মধ্যে ৫'শত ৫০ জন ২ কেজি করে (হাইব্রিড) ধানের বীজ এবং ৩ শত ৫০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপকারীভোগী কৃষক-কৃষানি এবং কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কমকর্তারা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test