E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ৫৫টি পূজা মণ্ডপে কার্ত্যায়নী পূজা

২০১৪ অক্টোবর ১৭ ১১:৫৭:০৭
মাগুরায় ৫৫টি পূজা মণ্ডপে কার্ত্যায়নী পূজা

মাগুরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর মাগুরার ৫৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কার্ত্যায়নী পূজা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্ত্যায়নী পূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

আগামী ২৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ নভেম্বর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ পূজা। এ উপলক্ষে ১২ নভেম্বর পর্যন্ত চলবে মেলা।

জেলা প্রশাসক মুহঃ মাহ্বুবর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, সমাজকর্মী আ.ফ.ম.আব্দুল ফাত্তাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, পূজা কমিটির নেতা পংকজ কুন্ডু, পার্থ বিশ্বাসসহ অন্যরা।

সভায় পূজা মন্দিরগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে মাগুরা পৌরসভার ভিতরে অনুষ্ঠিতব্য ৭টি পূজা মণ্ডপকে ঘিরে পুলিশ, র‌্যাবসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া মণ্ডপের নিরাপত্তার জন্য ঢাকা থেকে বিশেষ বোমা শনাক্তকরণ সুইপিং মেশিন ব্যবহার ও প্রতিটি মণ্ডপে ভিডিও ধারণ করা হবে বলে পুলিশ সুপার জিহাদুল কবির সভায় জানান। পাশাপাশি গ্রামাঞ্চলের পূজাগুলোতের ব্যাপক নিরাপত্তার ঘোষণা দেয়া হয়।

দুর্গা পূজার ঠিক এক মাস পর একই তিথিতে মাগুরায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কার্ত্যায়নী পূজা। ভারত-নেপালসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরাও এখানে আসেন।

(ডিসি/এনডি/অক্টোবর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test