E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু

২০১৪ অক্টোবর ১৭ ১২:৩৭:০১
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমীর আয়োজনে শুরু হওয়া এ উৎসবে মেতেছেন বাউল সাধকরা। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অনুসারী ও দর্শনার্থীর অংশগ্রহণে এ স্মরণোৎসব চলবে ২০ অক্টোবর সোমবার পর্যন্ত।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ সাঁইজির এ বাণী সামনে রেখে শুরু হয়েছে পাঁচ দিনের স্মরণোৎসব। কুষ্টিয়া শহরতলীর কুমারখালীর গাঘেঁষা ছেউড়িয়ার কালী নদীর তীরে লালন মঞ্চে লালন শাহর ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে এ স্মরণোৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর গওহর রিজভী।

দেশের প্রত্যন্ত এলাকা থেকে আশা অসংখ্য ভক্ত অনুসারী বলেছেন, সময়ের ব্যবধানে লালনের গান ও কথা বিকৃত করা হচ্ছে। এটা পুনরুদ্ধারে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বলে জানান লালনভক্ত বাউল নিজাম সাঁই ও লালন অনুসারী ফকির হৃদয় শাহ।

দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত অনুসারী ও দর্শনার্থীদের পাশাপাশি বিদেশী দর্শনার্থী ও লালনশিল্পীরাও কুমারখালীর ছেউড়িয়ার লালন আখড়ায় এসেছেন। সাঁইজির ধামে আসা বিশিষ্ট লালন সংগীতশিল্পী শফি মণ্ডল ও ভারতের কলকাতা থেকে আসা আনন্দী ক্ষেপী লালন স্মরণোৎসবে যোগ দিতে পেরে আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করেন মরমি এ সাধককে।

এবারের পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব সুষ্ঠুভাবে পরিচালনায় ও সাধুদের নাওয়া-খাওয়ার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে দাবি করেছেন কুষ্টিয়া লালন একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক। আর বণার্ঢ্য লালন স্মরণোৎসবকে নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক।

বাউল মেলা, লালনসংগীত, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনকে ঘিরে বাউল সাধক ও লালনভক্ত অনুসারী এবং দর্শানার্থীদের পদচারণায় মুখর এখন ছেউড়িয়ার লালন আখড়া। কালী নদীর তীরে বিশাল মাঠে বসান হয়েছে লালন মেলা। বাউলসম্রাট লালন শাহর জীবন-কর্ম, জাতহীন মানবদর্শন, মরমি সংগীত ও চিন্তা-চেতনার আদর্শিক দিকগুলো সামনে রেখেই চলবে পাঁচ দিনের এ স্মরণোৎসব।

(ওএস/এইচআর/অক্টোবর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test