E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

২০২২ ডিসেম্বর ১৬ ১৭:৫৬:২৫
রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

রিপন মারমা, রাঙামাটি : মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইকবাল
হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সে সস্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি সকলকে আহবান জানান।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সম্মাননা স্মারক সহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test