E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জকে জুয়া,মাদক,সন্ত্রাস ও দালাল মুক্ত ঘোষনা

২০১৪ অক্টোবর ১৭ ১৯:৩০:২৪
কালীগঞ্জকে জুয়া,মাদক,সন্ত্রাস ও দালাল মুক্ত ঘোষনা

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের সঙ্গে জনগনের অঙ্গাঅঙ্গি সম্পর্ক। পনি ছাড়া যেমন মাছ বাঁচতে পারেনা তেমনি জনগনের সহায়তা ছাড়া পুলিশ কাজ করতে পারে না। তাই জনগনের সহায়তায় মাদক, চোরাচালান, ছিনতাই, সহিংসতা, সন্ত্রাস ও পাচার প্রতিরোধ করা হবে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও আদালতে মামলার জট কমাতে স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসাযোগ্য মামলাসহ পারিবারিক ও সামাজিক বিরোধের নিষ্পতি ঘটানোই পুলিশিং কমিটির কাজ। এ লক্ষ্যেই কালীগঞ্জসহ সাতক্ষীরার সাতটি উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে।কালীগঞ্জের ১২টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১৫ সদস্য বিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে । এছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পুলিশিং কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর এসব কথা বলেন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক শেখের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ মুনছুর আহমেদ,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন , সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান,দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশারাফ হোসেন,শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিল্পব প্রমুখ।

সম্মেলনে ১২টি ইউনিয়নের পুলিশিং কমিটির সদস্য ছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক , সাংবাদিক ,মক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও আলোচক হিসেবে পুলিশ সুপার চৌধুরী মুঞ্জুরুল কবীর সমাজ থেকে মাদক, জুয়া ,সহিংসতা, দালাল ও সন্ত্রাস দূর করা পুলিশিং কমিটির কাজ বলে ঘোষনা দিয়ে সবার সহযোগিতা কামনা করেন ।

সম্মেলন শেষে একই মঞ্চে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test