E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি নিয়ে বিরোধ, নিরীহদের প্রাণনাশের হুমকি

২০২২ ডিসেম্বর ২৭ ১৭:৪০:৪৫
জমি নিয়ে বিরোধ, নিরীহদের প্রাণনাশের হুমকি

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাশাটি গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিরিহ লোকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে একই গ্রামের প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের মোঃ মুসলেম উদ্দিন চৌধুরী। 

অভিযোগে জানা যায় নোয়াদিয়া দিগর মৌজার ৯৩ খাতিয়ানের ৭০৬ দাগের শ্রেণি কান্দা ২৭ শতাংশ এবং ৯৩ খাতিয়ানের ৭০৭ দাগের শ্রেণি কান্দা ২৭ শতাংশ ওই জমি ৩৫ বছর ধরে ভোগ দখল ও চাষাবাদ করে আসছে মুসলেম উদ্দিন চৌধুরী। ওই জমির পশ্চিম ও দক্ষিন দিকে প্রায় ৪০টি মেহগনি গাছ রোপন করা আছে। জমিটি জোরামলে দখলে নিতে মুসলেম উদ্দিন চৌধুরীর ভাতিজা আমিরুল ইসলাম চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী, লালন চৌধুরী, পিতা রহিম উদ্দিন চৌধুরী গং দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হয়ে মুসলেম উদ্দিন চৌধুরীকে খুন জখমের হুমকি দেয়। কারন জিজ্ঞাস করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে গ্রামের কতিপয় লোকদের উপস্থিতিতে মুসলেম উদ্দিন চৌধুরীকে দেখে নেবে এবং মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় মুসলেম উদ্দিন চৌধুরী কেন্দুয়া থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এ.এস. আই রফিকুল ইসলাম জানান, অভিযোগটির প্রাথমিক তদন্তের সত্বতা পেয়ে বিচারের জন্য আদালতে প্রসিকিউশন পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত আমিরুল ইসলাম চৌধুরী গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test