E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ

২০২২ ডিসেম্বর ২৮ ১৪:৩৮:০৭
জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া সদরের ফাঁপড় ইউনিয়নের কারাল গ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের সভাপতি মাসুদার রহমান, দৈনিক বাংলা ৭১ এবং অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১-এর বগুড়া জেলা প্রতিনিধি এটিএম রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা সংগ্রাম দাস, স্থানীয় সমাজসেবক ও যুবলীগ নেতা চন্দন রায় সহ প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকালিন সময় হতে জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে চলেছে। মেধাবীদের বৃত্তি প্রদান, অক্সিজেন সেবা, চিকিৎসা সহায়তা, করোনা কালে অসহায় মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা বিতরণ উল্লেখযোগ্য। প্রতিবছর ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন সবাই যখন পিকনিক বা হৈ-হুল্লোড় করে উদযাপন করে, সেসময় জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সমাজের অবহিত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হবে।

জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশনের মূল শ্লোগান হলো- "মানবতার সেবায় নিরন্তর আমরা"। ব্যতিক্রমী ও সৃজনশীল কর্মসূচির কারণে জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন বগুড়া জেলায় সুপরিচিত নাম।

(এটিআর/এসপি/ডিসেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test