E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাজ্যে বাংলাদেশীদের বিজয় ডিসেম্বর উদযাপন 

২০২২ ডিসেম্বর ৩১ ২১:৪০:৫৮
যুক্তরাজ্যে বাংলাদেশীদের বিজয় ডিসেম্বর উদযাপন 

নূরুল আমিন খোকন, ফেনী : সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উদ্যোগে বাঙালিরা বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিজয় ডিসেম্বর উদযাপন করেছে। 

পূর্ব লন্ডনের একটি হলে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে 'মহান বিজয় দিবস-২০২২' উৎযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠের সভাপতি এ্যাড. টি.এম. জানে আলম (বুলবুল), অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান (শামীম), অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন, সহ-সভাপতি গোলাম ফারুক ও সহ সভাপতি ফারুক হোসেন এবং অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদিকা সবিতা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ ও নাসির উদ্দিন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক খলিলুর রহমান কাজী, বিশেষ অতিথি প্রবীন আওয়মী লীগ নেতা শ্রী চারু চন্দ্র গাইন, বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ব্যারিষ্টার হাফিজুর রহমান চৌধুরী, ব্যারিষ্টার মনিরুজামান (মনজু), উপদেষ্টা কে.এম.এফ. নোমান (দিপু), উপদেষ্টা ফকরুল ইসলাম, উপদেষ্টা দেলোয়ার হোসেন বেগ, সহ সভাপতি হাসান ইমাম, সহ সভাপতি গোলাম ফারুক, সহ সভাপতি মজিবুর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদকিতা সবিতা বিশ্বাস, সাংগঠনি সম্পাদক আকবর আলী, সাংগঠনি সম্পাদক সুশান্ত ঘোষ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তাগন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা ও তাঁর দলকে জয় যুক্ত করার জন্য দেশ বাসির প্রতি উদাত্ত আহ্বান জানান।

(এনকে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test