E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত মৌলভীবাজারের শিক্ষার্থীরা

২০২৩ জানুয়ারি ০১ ১৯:০১:০৮
বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত মৌলভীবাজারের শিক্ষার্থীরা

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : আজ ১লা জানুয়ারী রবিবার নতুন বছরের প্রথম দিন। বই উৎসবে মেতে উঠবে দেশ। করোনার কারণে গেল দু-বছর বই উৎসবে ভাটা পড়ে। কিন্তু এ বছর উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা হাতে পাবে নতুন পাঠ্যবই। বাদ যাবেনা মাদ্রাসা, কারিগরি শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরাও। শনিবার ৩১ ডিসেম্বর সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের সাথে মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার জেলায় মোট শিক্ষর্থী ২ লক্ষ ৭৭ হাজার ৩শ ৪২ জন। জেলায় ৩৬ লক্ষ ৫৭ হাজার ৬শ ৭২ কপি নতুন বই পাবার উৎসবে মেতে উঠবে শিক্ষার্থীরা।

রবিবার ১ জানুয়ারি সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ (সদর রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, পৌর মেয়র মো. ফজলুর রহমান। এসময় জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল উপস্থিত ছিলেন।

আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব করে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে বই বিতরণ করে আসছে। তার পর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর ১লা জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন শিক্ষাবর্ষের বই।

(এস/এসপি/জানুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test