E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বছর জুড়েই মানুষের পাশে ছিলেন ওসি সোহেল রানা

২০২৩ জানুয়ারি ০২ ১৬:২৯:৩৫
বছর জুড়েই মানুষের পাশে ছিলেন ওসি সোহেল রানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : পুলিশ নিয়ে অনেকের বিরুপ ধারণা থাকলেও ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি একজন ব্যতিক্রমধর্মী পুলিশ কর্মকর্তা। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে ২০২২ সালে পরস্পরের সাথে কাজ করে গেছেন জনগণ ও দেশের কল্যাণে।

"পুলিশ জনগণের বন্ধু" তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ কর্মকর্তা যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা,প্রযুক্তি ও সততা এবং মেধার দক্ষতা দিয়ে অপরাধ দমনের চেষ্টা করেন দেশের কল্যাণে। "পুলিশ জনতার,জনতা পুলিশের" এই স্লোগানকে বাস্তবে রুপ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা সদর উপজেলার মানুষের চোখে আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরীবের বন্ধুসুলভ পুলিশ কর্মকর্তা। বছর জুড়ে অধিকাংশ মানুষই তাকে গরীবের আস্থার শেষ আশ্রয়স্থল হিসাবে দেখছেন।

তিনি তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং মেধার বিকাশে তাঁর দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে মুক্ত করেছেন। তার চোখে ধনী-গরীব, ভ্যান চালক হতে সব শ্রেণির পেশার মানুষ সমান। শেখ মোহাম্মদ সোহেল রানা বিভিন্ন সময় মানুষের মাঝে উপস্থিত হয়ে তাদের সুখ দুঃখের কথা শুনেছেন।

দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল বলেন, সদর থানার ওসি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন। বছর জুড়ে আইন শৃঙ্খলার পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও বিশেষ অবদান রেখেছেন তিনি। দ্বায়িত্বের ক্ষেত্রে অন্যায়ের সাথে তিনি কোন আপোষ করেন না।

ঝিনাইদহ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত একবছর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার অসংখ্য লোক গ্রেপ্তারি পরোয়ানা আসামীকে করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ছাড়া সাজাপ্রাপ্ত আসামীকে আটক পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ঝিনাইদহ সদর এখন মাদকমুক্ত প্রায়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বছর জুড়ে অনেক মাদক মামলায় মোবাইল কোর্টে সাজা প্রদান অর্থদণ্ডসহ নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন।. বিগত বছরে সদর থানা দালাল মুক্ত করার ব্যাপারে পুলিশ প্রশাসনকে প্রশংসা জানিয়েছেন সর্বস্তরের জনগণ। বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও সামাজিক কোন্দলে দাঙ্গা-হাঙ্গামা বন্ধে পুলিশের প্রচার প্রচরণা কার্যক্রম ও সচেতনতামূলক সভা করা হয়েছে প্রতিনিয়ত। বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণ দেওয়ার জন্যও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তাদের কার্যক্রম চালিয়ে গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বর্তমান সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফোঁটাতে তাদেরকে হেফাজত করতে,মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে গোটা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আর আমার থানার সকল স্টাফদের সার্বিক সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান স্যারের দিকনির্দেশনায় ঝিনাইদহ সদর এলাকায় সার্বিক আইনশৃংখলা ভাল রাখা সম্ভব হয়েছে। তিনি ঝিনাইদহ সদরের সার্বিক আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

(একে/এসপি/জানুয়ারি ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test