E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে পুকুর খনন করায় লাখ টাকা জরিমানা

২০২৩ জানুয়ারি ০২ ২৩:৫৯:৩৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে মতিউর রহমান নামের এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ জরিমানা করেন। অর্থদন্ডপ্রাপ্ত মতিউর রহমান বগুড়ার শাহাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামের মমতাজুর রহমানের ছেলে।

আদমদীঘিতে পুকুর খনন করায় লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মতিউর রহমান নামের ওই ব্যক্তি তার অ্যাস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে উপজেলার কুসুম্বী গ্রামে অবৈধভাবে পুকুর খনন করে মাটিগুলো ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। ফলে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছে। সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটিকাটার অ্যাস্কেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়। পরে ভ্রাম্যামন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার মতিউর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করেন।

(এসএইচকে/এএস/জানুয়ারি ০২, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test