E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইজি ব্যাজ পেলেন মৌলভীবাজারের দুই পুলিশ কর্মকর্তা

২০২৩ জানুয়ারি ০৫ ২৩:২৫:৪৪
আইজি ব্যাজ পেলেন মৌলভীবাজারের দুই পুলিশ কর্মকর্তা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিদায়ী বছরে পুলিশি সেবার মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব ও পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ পেয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশের দুই কর্মকর্তা। পুরস্কার প্রাপ্ত কর্মকর্তারা হলেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক ও মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশে কর্মরত সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে জেলা পুলিশের এ দুই কর্মকর্তার আইজিপি ব্যাজ পাওয়ার বিষয়টির নিশ্চিত করেন জেলা পুলিশ সূত্র।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পুলিশি সেবার কাজের মানদন্ড বিবেচনা করে ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৫৮ জন পুলিশ সদস্যদের মধ্যে মৌলভীবাজারের এ দুই পুলিশ কর্মকর্তাদেরও পরিয়ে দেয়া হয় আইজিপি ব্যাজ।

আইন শৃংঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশের ইমেজ বৃদ্ধিকরাসহ গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম ।

আইজিপি ব্যাজ পাওয়া মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ মাহবুবুল আলম বলেন, ভাল কাজের স্বীকৃতি পেয়ে আমি উচ্ছ্বসিত। এই প্রাপ্তি পুলিশি পেশাদারিত্বের ক্ষেত্রে দ্বায়িত্ব আরও বহুগুণে বেড়ে গেলো।

(একে/এএস/জানুয়ারি ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test