E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে পিবিআইএর নামে প্রতারণা, গ্রেফতার ১ 

২০২৩ জানুয়ারি ০৬ ১৮:৩৫:৩৯
ঈশ্বরগঞ্জে পিবিআইএর নামে প্রতারণা, গ্রেফতার ১ 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিবিআই কর্মকর্তা সেজে মোবাইলে ফোনে টাকা চেয়ে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পিবিআই। পিবিআই ময়মনসিংহের প্রেস রিলিজ থেকে জানা যায় গত ২ জানুয়ারি উপজেলার উচাখিলা ইউনিয়নের আব্দুল হকের ছেলে রাশিদুল ইসলাম রাশিদ (৩০) এর কাছে পিবিআইএর এসআই ফারদিন আহম্মেদ পরিচয় দিয়ে মামলা আছে বলে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা পরিশোধ করলে মামলাটি এখানেই শেষ করে দিবে বলে জানানো হয় এবং একটি ভূয়া এফআইআরের কপি রাশিদের ইমু আইডিতে প্রেরণ করা হয়। এফআইআরের কপিতে রাশিদের পরিচালিত সেবা ডায়গনস্টিক সেন্টারের ঠিকানা ব্যবহার করে আসামীর ঘরে রাশিদের নাম উল্লেখ করা হয়। পরের দিন সকালে ফোন দিয়ে মোবাইলে টাকা পাঠাতে বলে অথবা পিবিআই অফিস ময়মনসিংহে আসতে বলে। পরে রাশিদ খোঁজ নিয়ে জানতে পারে এরকম কোন মামালা তার নামে হয়নি। এমনকি এফআইআরে উল্লেখিত এসআই ফারদিন আহম্মেদ নামে কেউ কর্মরত নেই। বিষয়নি প্রতারণা বুঝতে পেরে রাশিদ পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ দাস তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা প্রতারকদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে ৫ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় রাশিদ মামলা দােেয়র করেন। মামলা দায়ের পর ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে মামলার অন্যতম আসামী একই ইউনিয়নের চরআলগী গ্রামের আব্দুস ছালামের পুত্র আব্দুল কাইয়ুম অনিককে (২৫) গ্রেফতার করে বিজ্ঞ আদালাতে সোপর্দ করে পিবিআই।

পিবিআই জানান, এই মামলার প্রতারক চক্রের সদস্যগণ বিভিন্ন পাবলিক/সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সাথে জড়িত। তাদের নামে প্রতারণার মামলা রয়েছে। প্রতারক চক্রের সকল সদস্যকে চিহ্নিত করা হয়েছে। সকলকে আইনের আওতায় আনা হবে।

(এন/এসপি/জানুয়ারি ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test