E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষের পাশে পলাশবাড়ীর তরুণ সাংবাদিক আসাদুজ্জামান রুবেল

২০২৩ জানুয়ারি ০৭ ১৮:২৬:৪৫
মানুষের পাশে পলাশবাড়ীর তরুণ সাংবাদিক আসাদুজ্জামান রুবেল

রবিউল ইসলাম, গাইবান্ধা : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ গায়কের কন্ঠে গাওয়া লাইনটি অনেকের কন্ঠে শোনা গেলেও আসলে বাস্তবে আমরা কে কতটা মানুষের জন্য মানবসেবায় কাজ করতে পারছি? গায়কের কণ্ঠে গাওয়া এই গানটির বাস্তব রুপ দিয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপির সন্তান, তরুণ সাংবাদিক আসাদুজ্জামান রুবেল।

করোনা মহামারীর সময় শুরু থেকে এখন পর্যন্ত অসহায় মানুষের পাশে থেকে কাজে করে যাচ্ছেন তিনি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে বালাবামুনিয়া গ্রামে জন্মগ্রহণ করে সাংবাদিক আসাদুজ্জামান রুবেল। ছোট বেলা থেকেই আর্তমানবতার সেবায় সর্বদা প্রস্তুত এই মানবিক সাংবাদিক। প্রথমে নিজের একটি ফেসবুক আইডিতে অসহায় মানুষদের আর্থিক সহযোগীতা সেবা করার কার্যক্রম শুরু করে। একই সাথে বিভিন্ন সংগঠনের কার্যক্রম তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও ব্যক্তিগত প্রোফাইলে তুলে ধরলে দেশ বিদেশসহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রবাসী ভাইরা আর্থিক সহযোগীতায় এগিয়ে আসলে পর্যায়ক্রমে বিভিন্ন সেবা চালিয়ে যায় যা এখনো চলমান রয়েছে।

তরুণ এ সাংবাদিক প্রতিনিয়ত ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা সহ অসহায় মানুষকে খাদ্য, চিকিৎসা ও বিনা মূল্যে রক্তদান সেবা প্রদান করে আসছেন। দিন নেই রাত নেই যখনি তার কাছে কোন ফোন কল আসে সেখানে হাজির হচ্ছেন, সাহায্য করছেন সেই সব অসহায় মানুষদের। সাংবাদিক আসাদুজ্জামান রুবেল পলাশবাড়ী উপজেলায় এ পর্যন্ত ৪৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৫টি ঘরবাড়ি সংস্কার, ১০০টি পরিবারকে খাদ্য সহায়তা, ৫টি পরিবারকে টিউবওয়েল, ১০টি কন্যা দায়গ্রস্ত পরিবারকে সহায়তা, ২০টি পরিবারকে চিকিৎসা সেবাসহ অনেক মানবিক কাজ করেছেন বলে জানা গেছে।

উত্তরাধিকার ৭১ নিউজের সাথে কথা হলে সাংবাদিক আসাদুজ্জামান রুবেল জানান, আমার এ কাজ-কে যারা দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি আমি চির-কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সহযোগিতা যেন অব্যাহত থাকে।তিনি আরো জানিয়েছেন। এই মহৎ কর্ম সরকারি-বেসকারি প্রতিষ্ঠান গুলো মানবতার হাত যেন বাড়িয়ে দেয়। সেই সঙ্গে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন যেন তার এ সেবা চলমান রাখতে পারেন।

(আর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test