E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০২৩ জানুয়ারি ০৮ ১৭:২৯:৪৯
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোন অটল ছাপ্পান্ন উদ্যোগে বাঙ্গালহালিয়া সেনাবাহিনীর ক্যাম্পের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় দুইটি ক্যাম্পে ৫০ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে১০ টায় দিকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাঙ্গালহালিয়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার।

শীতবস্ত্র বিতরনণ অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শীতবস্ত্র বিতরন সহ নানামুখী জনকল্যাণ মুখী কাজ গুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরও বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ কারো বন্ধু নয়,সকলে জাতির কাছে শত্রু তাদের প্রতিহত করতে হবে।পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্য ইখ্যাইচিং মারমা সহ সেনাবাহিনীর সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test