E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

২০২৩ জানুয়ারি ০৯ ১৮:৫৩:০১
কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

রিপন মারমা. রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের বাদশা মিয়া টিলা নামক এলাকায় গত রবিবার সন্ধায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় নিহত একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। 

সোমবার (৯ জানুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত মোঃ ইসমাইল হোসেন এর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তছনছ হয়ে পরে আছে। বিস্ফোরণ ঘরটি এখনো রক্তের চাপ পরে আছে। দেখা গেছে এখনো সেই পাত্রতে চাউলে সাথে তাদের পরিবারে রক্ত মিশ্রিত হয়ে আছে। এঘটনায় নিহত মোঃ ইসমাইল হোসেন (৪৫) ও তার শিশু পুত্র রিফাত (৬) ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও ভাগ্যক্রমে বাসায় না থাকাতে তার মেয়ে ইসরাত জাহান ফারিয়া (৭) প্রাণে বেঁচে গেছে। এছাড়া তার স্ত্রী মোছা সখিনা বেগম (৩৫) এ ঘটনায় গুরুতর অগ্নিদদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

মোঃ শহীদুল জানান, আমরা মসজিদে নামাজ পড়ার সময় বিকট একটি শব্দ শুনতে পায়। পরে এসে দেখি মানুষের আহাজারি ও ঘরের ভিতরে থাকা ইসমাইলের স্ত্রী কান্না করছে। ঘরের দরজা বন্ধ থাকায় পরে আমরা দরজা ভেঙ্গে ডুকে দেখি, ইসমাইল ও তার ছেলে বিস্ফোরণে রক্তাত্ব অবস্থায় পড়ে আছে। সাথে সাথে আমরা দ্রুত পানি ঢেলে দিয়ে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে নিহত ইসমাইল হোসেনেে বোন রুমানা আক্তার জানান, ঘটনার দিন গত রবিবার সকালেও ইসমাইলের বৌ সহ তিনি জীবতলি এলাকায় গিয়েছিলো গরুর ঘাস সংগ্রহ করতে। সেখানে তারা একটি লাল বল জাতীয় বস্তু দেখতে পাই। যেটি ইসমাইল হোসেন এর বউ খেলার বস্তু ভেবে ছেলের জন্য নিয়ে আসে। এখন এলাকাবাসী ধারনা করছে ওই বস্তুটি হয়তো বিস্ফোরিত হয়েছে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে আরো দেখা যায়, তদন্ত কমিটির সদস্যরা ওই ঘর থেকে কিছু লোহার ক্লিপ সংগ্রহ করেছে। তবে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান জানান, তদন্ত টিম বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে তিনি আরো বলেন, মরদেহ আজ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/জানুয়ারি ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test