E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে আলু গাছের সাথে শত্রুতা!

২০২৩ জানুয়ারি ১০ ১৭:৩২:০৩
আদমদীঘিতে আলু গাছের সাথে শত্রুতা!

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শত্রুতামূলক এক কৃষকের রাতের আধারে ক্ষেতের আলু'র গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই ভুক্তভোগী কৃষক সাইফুল আলম। সরজমিনে মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামে আলু'র গাছ উপড়ে ফেলানোর দৃশ্য দেখা যায়।

কৃষক সাইফুল আলম জানান, গত ৩০ বছর আগে দিনাজপুর থেকে বগুড়ার আদমদীঘি ছোট আখিড়া গ্রামে এসে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছি। জমি বর্গা ও আদি নিয়ে চাষাবাদ করে দিনযাপন করি। গত শনিবার আমার ছেলে রাব্বীর সাথে একই গ্রামের মৃত চান্দুর ছেলে রায়হানের স্থানীয় একটি ক্লাবের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার ছেলেকে মারার হুমকি দেয়। পরের দিন রবিবার সন্ধ্যার আমার পাশের জমিতে রায়হানসহ আরও ১০ জন সংবদ্ধ ভাবে আলু পোড়া খাচ্ছিলেন। এরপর সোমবার সকালে এসে দেখি আমার প্রায় ২০ শতক বর্গা নেওয়া জমিতে লাগানো আলু'র গাছ কে বা কাহারা উপড়ে ফেলেছে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার মতো ফসল ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে রায়হানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, এ খবরটা শুনেছি।একজন কষকের সাথে অমানবিক একটা কাজ হয়েছে। যে করুক তা ঠিক করেনি। এরসঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test