E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐতিহ্যবাহী বড়রিয়ার ঘোড় দৌড় প্রতিযোগিতার মেলা কাল

২০২৩ জানুয়ারি ১১ ১৮:৩৮:১৬
ঐতিহ্যবাহী বড়রিয়ার ঘোড় দৌড় প্রতিযোগিতার মেলা কাল

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী বড় রিয়ার ঘোড় দৌড় প্রতিযোগিতার মেলা আজ। ঘোড় দৌড় মেলাকে কেন্দ্র সজ্জিত হয়ে উঠছে মেলার মাঠ।

শত বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের বাংলা ২৮ শে পৌষ এই ঘোড় দৌড় মেলা অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন ব্যবসায়ীরা। এর মধ্যে মিষ্টি ব্যবসায়ী, মনহারী দোকান, কসমেটিক্স ব্যবসায়ী, রকমারী খাবারের দোকান, খেলনা সামগ্রী, ফার্নিচার, কামার, কুমার, মাছ ব্যবসায়ী ফেরিওয়ালা সহ হাজারো রকমের ব্যবসায়ীরা মেলা স্থানে দোকান বসিয়েছেন। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চোরকি, বিমান খেলা, ডিজিটাল নৌকা ভ্রমণ, ঘোড়া ও ময়ূর চরকি, পশু প্রদর্শনী মোটর সাইকেল রেস ।

মেলাকে ঘিরে এলাকায় এক অন্যরকম আনন্দের মাত্রা যোগ হয়েছে। শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে আনন্দ হিসেবে এই মেলাকে দেখা হয়ে থাকে। মেলা উপলক্ষে আশপাশের গ্রামের অন্তত ১৫টি গ্রামে মেয়ে-জামাই সহ আত্মীয়-স্বজনেরা বাড়ী বাড়ী পৌঁছে গেছেন। এই মেলা দ্বিতীয় দিন বয়সে নারী মেলা শুধু নারীদের জন্য উন্মুক্ত থাকে। মানুষের নিরাপত্তায় মেলা কমিটির পক্ষ থেকে রয়েছে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

(বিএস/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test