E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে শহীদ সার্জেন্ট জহুরুল হক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

২০২৩ জানুয়ারি ১২ ১৭:১৫:২৬
সুবর্ণচরে শহীদ সার্জেন্ট জহুরুল হক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে শহীদ সার্জেন্ট জহুরুল হক প্রাথমিক বিদ্যালয়  উদ্বোধন ও দোয়া মাহফিল এর আয়োজন এবং নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১২টায়, ১নং চর চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বরের চর পানা উল্যাহ গ্রামের নতুন বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় মো. সোহেল এর সঞ্চালনায় চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাম্মেল হক মিলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মিয়া মো. জাহাজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মীজানুর রহমান দীপক, রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মন্জু, সুবর্ণচর উপজেলা বে-সরকারি প্রা: বি: সমিতির সভাপতি মো. জাকির হোসাইন, শিক্ষক মো. আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মো. আয়ুব আলী, মাইন উদ্দিন জিকু, সাবেক ইউপি সদস্য মো. জসিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রফিক ভূঁইয়াসহ প্রমুখ।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, মো. খুরশিদ আলম, মো. ইসরাফিল, জমি দাতার ভাতিজা মো. আলা উদ্দিন, নতুন বাজার সমাজের সাধারণ সম্পাদক মো. সাহেদ, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদন মো. খলিল, যুবলীগ নেতা মো. রহিম।

এসময় সামাজিক, রাজনৈতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃত্বসহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নোয়াখালীর কৃতি সন্তান শহীদ সার্জেন্ট জহুরুল হক এর নামে আজীবন স্মরণে রাখতে এই নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। এ প্রাথমিক বিদ্যালয় ও নতুন একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য একই ইউনিয়নের মৃত মো. হাদিসের ছেলে মো. জসিম মাঝিসহ ও তার পরিবার ১৭৮ শতক জমি দান করেন।

(এস/এসপি/জানুয়ারি ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test