E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা ও আলোচনা সভা

২০২৩ জানুয়ারি ১৪ ১৫:২৭:১৮
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা ও আলোচনা সভা

এস এ সাদিক, মেহেরপুর : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ঐতিহাসিক জাতীয়করণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল
শুক্রবার বিকালে মেহেরপুর মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ কমর উদ্দিনের সভাপতিত্বে ১নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন এমপি বলেন একটি শিশুর লেখাপড়ার প্রতি প্রচুর আগ্রহ সেটা তৈরি করার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার অবদান সব থেকে বেশি।

এ সময় তিনি আরো বলেন যখন অনেক নীতি ও নৈতিকতার অনেক বিষয়ে ছোট্ট শিশু মনে যখন আপনারা তাদেরকে দিয়ে দেন বড়দের সম্মান করতে হয়, কথা কিভাবে বলতে হয়, বাবা মায়ের হক কি আছে, বাবা মার সাথে কথা কিভাবে বলতে হয় একই সাথে ইতিহাসের কিছু বিষয় ও জীবনে যারা সফল হয়েছে তাদের বিষয়টি কেমন এবং লেখাপড়ার বিষয়ে ব্যাপকভাবে আগ্রহ করে গড়ে তোলাই কিন্তু প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাফিউল আলম পিপিএম -সেবা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুরের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বাংলাদেশ প্রাথমিক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব সহ মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test