E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোহাগড়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম

২০২৩ জানুয়ারি ১৪ ১৬:৩০:১৯
লোহাগড়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম

রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে শীতবস্ত্র বিতরণকরলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ) শেখ নাজমুল আলম।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে পাঁচ শতাধিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসিআইডি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুশ মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীনসহ প্রমুখ।

পরে ডিআআজি শেখ নাজমুল আলম পার্শ্ববর্তী গন্ডব মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি সড়ক পথে লোহাগড়া ত্যাগ করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test