E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

২০২৩ জানুয়ারি ১৪ ১৭:৩৩:২৯
জামালপুরে যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

জামালপুর পৌরসভার কাচারিপাড়া এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন সুলতানা ছন্দা শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় জামালপুর প্রেসক্লাবে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।

তিনি জানান, জমি জবরদখলের ঘটনায় জামালপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযুক্ত ফারহানার বিরুদ্ধে মামলা নিতে অস্বীকৃতি জানান পুলিশ। পরে ৯৯৯এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ক্ষমতার দাপটে সোমাকে বাড়ি থেকে বের করতে পারে নি।

সংবাদ সম্মেলনে ছন্দা আরও অভিযোগ করেন, তাঁর বাবা ঠিকাদার আবু সাঈদ বিশ্ব ইজতেমায় যাওয়ার ফলে হঠাৎ করে শনিবার (১৪ জানুয়ারি) ভোরে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে তাদের কাচারীপাড়ার বাসার দেয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করেন সোমা। তারা এ সময় বাড়িতে থাকা ছন্দার মাকে মারধর করেন। খবর পেয়ে শারমিন সুলতানা ছন্দা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এলে তাকেও মারধর করা হয়। এছাড়াও অত্যাচার নির্যাতন করে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

তিনি কান্নাজড়িত আরও বলেন, এই বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করে আসছি। আমার বাবা ক্রয়সূত্রে এই জমির মালিক। এখনো যুব মহিলা লীগের সভাপতি লোকজন বাড়িতে অবস্থান করছে। তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। ভয়ে আমি বাড়িতে যেতে পারছিনা। আমি স্থানীয় প্রশাসনের প্রতি আমাদের পরিবারের নিরাপত্তাসহ অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানাই।'

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফারহানা সোমার লোকজন বাঁশ ও টিন দিয়ে তৈরি একটা চালা তুলে সেখানে অবস্থান করছেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, পুলিশের বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে যুব মহিলা লীগ নেত্রী ফারহানা সোমা বলেন, 'ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন।ওটা আমার বোন জামাইয়ের পৈত্রিক সম্পত্তি। জমি নিয়ে তাদের সাথে মামলা চলছে। আমি দখল করতে যাইনি। লোকজন নিয়ে মীমাংসা করতে গেছি।'

(আরআর/এসপি/জানুয়ারি ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test